বাঁশখালীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে ১ হাজার ৩৬০ পিস ইয়াবাসহ মো. রাসেল (৫৫) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ।

বুধবার (৬ আগস্ট) সকালে বাঁশখালী থানার ওসি তদন্ত সুধাংশু শেখর হালদারের তত্ত্বাবধানে ও এসআই জামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলা পুঁইছড়ি ফুটখালী ব্রীজস্থ প্রধান সড়কে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মো. রাসেল (৫৫) নাটোর জেলার গুরুদাসপুর থানার খুবজিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত আব্দুল হকের পুত্র।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘বাঁশখালীর প্রধান সড়কস্থ পুইঁছড়ি ফুটখালী ব্রীজ এলাকায় চেকপোস্ট বসিয়ে ১ হাজার ৩৬০ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এ সময় মাদক, সন্ত্রাস নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।’