মধ্যরাতে চিটাগাং ক্লাবে খুনের আসামির ছেলের বিয়েতে হানা, ছাত্রদের ধাওয়ায় হুলস্থূল জাহেদুল পালিয়েছেন পেছন দরজা দিয়ে!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ জাহেদুল হকের ছেলের বিয়ের অনুষ্ঠান ঘিরে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়েছে চট্টগ্রাম নগরীতে। জাহেদুল বোয়ালখালী উপজেলার সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান। ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে এক ছাত্রের চোখ হারানোর ঘটনায় সম্প্রতি দায়ের করা এক মামলার আসামিও তিনি।