মীরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গত মঙ্গলবার রাত ২টায় মহাসড়কের মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন– মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের ইকবাল হোসেন হাসান (৩৫), জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামের শরীফুল ইসলাম সম্রাট (২৫) ও করেরহাট ইউনিয়নের সামনেরখিল গ্রামের মো. রিফাত (২৫)। এরমধ্যে হাসান ১৮টি মামলার আসামি এবং তার বিরুদ্ধে ২টি গ্রেপ্তারি পরোয়ানা আছে। সম্রাট ৩ গ্রেপ্তারি পরোয়ানাসহ ৬ মামলার আসামি। তাদের গ্রেপ্তারের সময় আরও ৮/১০ জন অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, ডাকাত দলটির কাছ থেকে ২টি স্টিলের চাপাতি, ১টি কাঠের বাটযুক্ত ছোরা–এক পাশ ধারালো ও অগ্রভাগ সূচালো, ২টি একই পরিমাপের কাঠের বাটযুক্ত ছোরা, ১টি প্লাস্টিকের বাটযুক্ত লাল স্কসটেপ দ্বারা মোড়ানো চাইনিজ কুড়াল, এসএস পাইপ হাতলযুক্ত চাইনিজ কুড়াল, রামদা, এসএস পাইপ, সাবল, লোহার তৈরী কুড়া বারি, লোহার তৈরী কাটার উদ্ধার করা হয়।

জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর সোনাপাহাড়স্থ মঈন উদ্দিন পেট্রোল পাম্পের পিছনে অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় কয়েকজন পালিয়ে যায়।