রাঙ্গুনিয়ায় যুবককে জবাই করে হত্যা: আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাজমিস্ত্রি খোরশেদ আলম (২৮) হত্যা মামলার আসামি সাইফুল আজমকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার সাইফুল উপজেলার ১৫ নম্বর লালানগর ইউনিয়নের আলী আকবরের ছেলে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশ বলছে- গ্রেপ্তারের বিষয়েটি আগামীকাল জানানো হবে।

এর আগে সকালে নিহতের পিতা আবদুল খালেক বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

‎উল্লেখ্য, মঙ্গলবার রাত ৯টায় লালানগর ইউনিয়নের ঘাগড়া খিল মোগল তালুকদারপাড়া মসজিদের পাশে নিহতের বাড়ির পাশে খোরশেদ আলমকে জবাই করে হত্যা করা হয়। ‎নিহতের স্ত্রী ইমু আক্তার (২০) বলেন, তার স্বামী সন্ধ্যায় দোকান থেকে বাড়ি ফিরছিলেন। রাত ৯টার দিকে হঠাৎ চিৎকার শুনে জানালা দিয়ে দেখি দুইব্যক্তি দৌড়ে পালিয়ে যাচ্ছে। পরে জানতে পারি, মসজিদের পাশে আমার স্বামীর মরদেহ পড়ে আছে।

তবে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, জায়গা সংক্রান্ত বিষয়ে তার ভাইয়ের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।