লোহাগাড়ায় পৃথক অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ আটক ২

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর খাসমহাল ও বড়হাতিয়ায় যৌথ বাহিনী পৃথক অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি অস্ত্র, কার্তুজ এবং ইয়াবাসহ দুজনকে আটক করেছে। গতকাল শনিবার (১২ জুলাই) রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার আধুনগর ইউনিয়নের খাসমহাল এলাকার বাসিন্দা মমতাজ মিয়ার ছেলে মো. হুমায়ুন কবির (৩৮) ও একই উপজেলার পদুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মো. সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ (২৩)।

জানা গেছে, শনিবার রাতে উপজেলার আধুনগরের খাসমহাল এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে ইয়াবা বেচাবিক্রির গোপন তথ্য পেয়ে লোহাগাড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ওলিদ বিন মওদুদের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মো. হুমায়ুন কবির (৩৮) কে আটক করা হয়।

পরবর্তীতে তার দেয়া তথ্যমতে উপজেলার বড়হাতিয়া ৭ নং ওয়ার্ডে যৌথ বাহিনীর টিম অভিযান চালিয়ে অস্ত্রধারী তৌহিদ বাহিনীর সক্রিয় সদস্য মো. আব্দুল্লাহ (২৩)কে আটক করা হয়।

পরে পুলিশের উপস্থিতিতে সেখানকার একটি স’মিলে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি ১টি একনালা বন্দুক, ৩ রাউন্ড কার্তুজ এবং তিনটি দেশীয় তৈরি রামদা উদ্ধার করে যৌথবাহিনী।

এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, গোপন সোর্সের খবরে শনিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র ও মাদকসহ দুজনকে আটক করে যৌথ বাহিনী ও পুলিশ।

তাদের বিরুদ্ধে থানায় নতুন করে মামলা দায়েরের পর রবিবার দুপুরে দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।