
ফুলকি দাস লোহাগাড়া প্রতিনিধি:
লোহাগাড়া বটতলী স্টেশনে ব্যাংক এশিয়ার সামনে অবস্থান করা সিএনজিচালকদের সঙ্গে আশপাশের স্টেশন সংশ্লিষ্টদের বিরোধের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বটতলী স্টেশনের কিছু সিএনজি লোহাগাড়া থেকে সরাসরি কেরানিহাট পর্যন্ত যাত্রী পরিবহন করছে।
এতে করে মাঝপথের স্টেশনগুলো—রাজঘাটা, পদুয়া, টড়-ডি, মিড়ি-ডি এলাকার যাত্রীরা বটতলী স্টেশন থেকেই সিএনজিতে উঠে গন্তব্যে চলে যাচ্ছেন। ফলে ওই স্টেশনগুলোতে যাত্রী সংকট দেখা দিয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।
এই পরিস্থিতির জেরে রাজঘাটা, পদুয়া ও টড়-ডি, মিড়ি-ডি স্টেশন এলাকার কিছু যুবক বটতলী স্টেশনে এসে অভিযান চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে সিএনজিচালক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা বলছেন, সুষ্ঠু সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সিএনজি মালিক সমিতির হস্তক্ষেপ জরুরি। তা না হলে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে।