শতবর্ষী পাঠানটুলী খান সাহেব বালিকা উচ্চ বিদ্যালয়ের উন্নয়নের দায়িত্ব নিলেন শাহাদাত

১৯১৪ সালে প্রতিষ্ঠিত পাঠানটুলী খান সাহেব সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। জরাজীর্ণ অবহেলিত স্কুলটির উন্নয়নের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ২৯ অক্টোবর বুধবার দুপুরে স্কুল মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং অবসরগ্রহণকারী শিক্ষকদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন এমন আশ্বাস দেন। তিনি বলেন, “শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; খেলাধুলা ও সংস্কৃতি শিক্ষার্থীদের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেয়েদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এই বিদ্যালয়ের অবদান প্রশংসনীয়।”

বিশেষ অতিথির বক্তব্য মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান বলেন, আগামীর রাষ্ট্রনায়ক বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান ৩১ দফায় বাঙ্গালী জাতির মুক্তির সনদ। শিক্ষার্থীদের জন্য মৌলিক বিষয়গুলো ৩১ দফায় উল্লেখ রয়েছে। বিএনপি প্রাথমিক থেকে উচ্চশিক্ষাকে ভবিষ্যৎমুখী করবে। শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন ও আন্তর্জাতিকীকরণ করবে। জ্ঞান, দক্ষতা ও চাহিদাভিত্তিক নীতি গ্রহণ করা গেলে তরুণদের উপযোগী শিক্ষাব্যবস্থা তৈরি করা যাবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আকতার হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অপর্নাচরন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, চসিক কলেজ শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবু তালেব বেলাল, পাথরঘাটা সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, চসিক শিক্ষক সমিতির সভাপতি আকবার হোসাইন, স্কুল ম্যানিজিং কমিটির সদস্য শওকত আকবার, শওকত হোসেন, আইনুন নাহার হিরা, শিক্ষানুরাগী সদস্য আকমাম খান, ২৩নং পাঠানটুলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম, তরুণ শিল্পপতি রিয়াদ খান। এছাড়াও স্থানীয় বিএনপি নেতা রফিক মেম্বার, আব্দুল মান্নান, এস এম নাছির, আমির উদ্দিন বাবলু, মোজাহের খান, বাদশা সিদ্দিকী, সায়েস্তা খান, সালেহ আহমদ, যুবদল নেতা ইফাজ খান, মেহেদী হাসান রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।