শ্রীপুরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার শিশুর পাশে দাঁড়াল বিএনপি

গাজীপুরের শ্রীপুরে বিদ্যালয় থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থীর পরিবারটির পাশে দাঁড়িয়েছে বিএনপি। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে দলটির নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও ‘নিপীড়িত নারী ও শিশুদের স্বাস্থ্য সহায়তা সেল’-এর গাজীপুর জেলার দায়িত্বে থাকা ডা. রফিকুল ইসলাম বাচ্চু শিশু মেয়েটির বাড়িতে গিয়ে স্বজনদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

ওই সময় বিএনপির এই নেতা শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির মা-বাবার হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন।

এ সময় ডা. রফিকুল ইসলাম বাচ্চু পরিবারটিকে আইনি সহায়তা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন। 

ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের ওপর নিপীড়ন, হেনস্তা ও ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ রোধে সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মুসলেহ উদ্দিন মৃধা, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (ইউসিসিএ) ও শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম মাহফুল হাসান হান্নান প্রমুখ।

গত ৭ আগস্ট বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী (১১)।

কোমল পানীয়ের সঙ্গে ওষুধ মিশিয়ে অজ্ঞান করে শিশুমেয়েটিকে বনের ভেতর তুলে নিয়ে চার সন্ত্রাসী তাকে ধর্ষণ করে। নির্যাতনের সময় সন্ত্রাসীরা ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে রাখে। পরে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ফের মেয়েটির ওপর নির্যাতন চালানো হয়।

 

নির্যাতনের শিকার শিশুমেয়েটির বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলায়।

এ ঘটনায় শিশুমেয়েটির বাবা বাদী হয়ে চারজনকে আসামি শ্রীপুর থানায় মামলা করেছেন। 

আসামিরা হলেন শফিকুল ইসলাম (৩৫), জসিম উদ্দিন (৩০), মো. বাবুল মিয়া (২৫) ও সাব্বির আহমেদ (২০)। তাঁদের সবার বাড়ি উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ গ্রামে।