সদরঘাট থানার ৩০নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের উদ্যোগে শীতবস্ত্র উপহার বিতরণ
সদরঘাট থানার ৩০নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র উপহার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক ও ঈমানি দায়িত্ব। সমাজের বিত্তবানদের উচিত শীত মৌসুমে অসহায় মানুষের দুঃখ-কষ্ট লাঘবে এগিয়ে আসা। জামায়াতে ইসলামী সবসময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের কার্যক্রম সমাজে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধি করে এবং একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখে।
ওয়ার্ড সভাপতির আবু মুছার সভাপতিত্বে অনুষ্ঠিত এ শীতবস্ত্র উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সদরঘাট থানার আমীর মুহাম্মদ আবদুল গফুর, থানা সেক্রেটারি সরওয়ার জাহান সিরাজি।
এছাড়াও আরও বক্তব্য রাখেন ওয়ার্ড আমীর হারুন অর রশিদ দিদার, ওয়ার্ড সেক্রেটারি কাউসার নেওয়াজ রাজি, জামায়াত নেতা আবুল মনসুর, মাহতাব উদ্দিন টিপু, ডা. আবু বকর, আবু মুসাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র উপহার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।