একের পর এক মামলা, পরিকল্পিত হামলা, একচেটিয়া অভিযোগ, গ্রেফতারপূর্বক জেলবন্দি, ঢালাওভাবে প্রেস এ্যাক্রিডিটেশন কার্ড বাতিলসহ সম্মানিত সম্পাদকগণ নানাভাবে হয়রানি ও নীপিড়নের শিকার হচ্ছেন। এই প্রথমবারের মতো নজিরবিহীন জিঘাংসা আর সংঘবদ্ধ আক্রমণের মুখে পড়েছে সম্পাদক প্রতিষ্ঠানটি। বিপন্ন, বিপর্যস্ত সম্পাদকদের জন্য প্রতিবাদী স্লোগান নেই, মিছিল নেই- নেই মানববন্ধনের কোনো আয়োজন। অথচ সম্পাদক সুরক্ষিত হলে সাংবাদিক বাঁচবে, টিকে থাকবে সাংবাদিকতা। বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি) সম্মানিত সম্পাদকদের হয়রানিমুক্তির দাবি নিয়ে রাস্তায় দাঁড়াতে চায়, কন্ঠে তুলতে চায় গগণবিদারী স্লোগান। নৈতিকতার পক্ষে জনমত গড়ে তুলুন- মুক্ত সাংবাদিকতাকে ‘হ্যা’ বলুন।
সম্পাদকদের হয়রানির প্রতিবাদে রাস্তায় দাঁড়াবে বিএসসি
একের পর এক মামলা, পরিকল্পিত হামলা, একচেটিয়া অভিযোগ, গ্রেফতারপূর্বক জেলবন্দি, ঢালাওভাবে প্রেস এ্যাক্রিডিটেশন কার্ড বাতিলসহ সম্মানিত সম্পাদকগণ নানাভাবে হয়রানি ও নীপিড়নের শিকার হচ্ছেন। এই প্রথমবারের মতো নজিরবিহীন জিঘাংসা আর সংঘবদ্ধ আক্রমণের মুখে পড়েছে সম্পাদক প্রতিষ্ঠানটি।
বিপন্ন, বিপর্যস্ত সম্পাদকদের জন্য প্রতিবাদী স্লোগান নেই, মিছিল নেই- নেই মানববন্ধনের কোনো আয়োজন। অথচ সম্পাদক সুরক্ষিত হলে সাংবাদিক বাঁচবে, টিকে থাকবে সাংবাদিকতা।
বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি) সম্মানিত সম্পাদকদের হয়রানিমুক্তির দাবি নিয়ে রাস্তায় দাঁড়াতে চায়, কন্ঠে তুলতে চায় গগণবিদারী স্লোগান। নৈতিকতার পক্ষে জনমত গড়ে তুলুন- মুক্ত সাংবাদিকতাকে ‘হ্যা’ বলুন।
চট্টগ্রামে বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধায় স্মরণ
সাতকানিয়ায় দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের মিলন মেলা
আমরা নিরাপদ না থাকলে, দেশে আমাদের শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না: মাহফুজ আলম
বিজয় উদযাপনে স্মৃতিসৌধে জনতার ঢল
চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি, ওয়ানপ্লাসকে ১২ লাখ টাকা জরিমানা
বোধনের বিজয় পূর্বসন্ধ্যা উদযাপন