সাতকানিয়া থানা পুলিশের অভিযানে আটক-০২।২হাজার পিস ইয়বা উদ্ধার!
=================================
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে জোবায়ের ও নুর ছৈয়দ নামের ২ইয়াবা পাচারকারীকে ২হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
১১আগস্ট সোমবার ৩:৫৫টার দিকে সাতকানিয়া থানাধীন কেওঁচিয়া ইউনিয়নের খুনী বটতল এলাকার জনার কেওঁচিয়া ওবাইদিয়া ইসলামিয়া মাদ্রাসার গেইটের পশ্চিম পাশে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপর অভিযান চালিয়ে ২হাজার পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হ্নিলা ইউনিয়নে অবস্থিত লেদা ক্যান্টেটমেন্ট ডি-ব্লক এলাকার নুরুল ইসলাম ও নুর ফাতেমা বেগমের ছেলে জোবায়ের এবং একই উপজেলার হ্নিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অবস্থিত এলএমএইচ লেদা ৪নং ক্যাম্পের ব্লক-ই এর মোহাম্মদ ছৈয়দ ও নুর জাহানের পুত্র নুর ছৈয়দ।
সূত্র জানাই, এসআই (নিঃ)মোহাম্মদ জহির আমিন, বিপি-৮৬০৬১০৯৬৭৬, থানা এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন কেরানীহাট রাস্তার মাথায় অবস্থান করাকালীন সময়ে ১১ আগষ্ট ২০২৫খ্রিঃ তারিখ, ০৩:৫৫ ঘটিকার সময় সাতকানিয়া থানাধীন কেওঁচিয়া ইউপিস্থ খুনীবটতলের জনার কেওঁচিয়া ওবাইদিয়া ইসলামিয়া মাদ্রাসার গেইটের পশ্চিম পাশে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপর অভিযান চালিয়ে মোঃ জোবায়েরকে ১,০০০(এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট এবং নুর ছৈয়দকে ১,০০০(এক হাজার)পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।
এব্যাপারে সাতকানিয়া থানা প্রশাসন ২হাজার পিস ইয়াবাসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন।