সাতকানিয়ায় দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের মিলন মেলা

সাতকানিয়ায় দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের মিলন মেলা

চট্টগ্রাম জেলা প্রতিনিধি :-মোঃখোরশেদ আলম
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বাদে আছর থেকে মাগরিব পর্যন্ত কেরানিহাটস্থ সী ওয়ার্ল্ড রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানটি এক প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ মিলন মেলায় পরিণত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার ও সাতকানিয়া–লোহাগাড়ার সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী।
দৈনিক সাঙ্গুর স্টাফ রিপোর্টার মোহাম্মদ বেলাল হোছাইনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়। পরে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী স্বাগত বক্তব্য প্রদান করেন।
এ সময় বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দীন, সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন, লোহাগাড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুহাম্মদ হাসান, সাতকানিয়া উপজেলা কর্মপরিষদ সদস্য আইয়ুব আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়ার সহসভাপতি দিদারুল ইসলাম, ঢেমশা ইউনিয়ন শাখার সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ জাবেদ এবং কেরানিহাট শাখার সহ-সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান নাসির।
পরে উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন পেশাগত ও সমসাময়িক বিষয় তুলে ধরে মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সম্মানে আপ্যায়নের আয়োজন করা হয় এবং উপহার সামগ্রী প্রদান করা হয়।

সাতকানিয়া–লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন জামায়াত নেতা আলহাজ শাহজাহান চৌধুরী।