সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের নয়া খালে জেলেদের মাছ ধরার নৌকা ও জাল পুড়িয়ে দেওয়ার ঘটনাকে গরিব মানুষের জীবিকার ওপর পরিকল্পিত আঘাত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নলুয়ায় ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, “এটা শুধুমাত্র অপরাধ নয়, বরং একটি পরিকল্পিত অপতৎপরতা। দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।” তিনি আরও বলেন, “সাতকানিয়া-লোহাগাড়ার কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সুযোগ কাউকে দেওয়া হবে না। শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে সবাইকে সজাগ থাকতে হবে।”
পরিদর্শনকালে তার সঙ্গে, ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, দক্ষিণ জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ডা. আব্দুল জলিল, উপজেলা জামায়াতের সমাজসেবা সম্পাদক মোহাম্মদ রফিক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি দিদারুল ইসলাম নলুয়া জামায়াতের সভাপতি কামাল হোসেন,শ্রমিক নেতা মনজুর আলম,জামায়াত নেতা আবুল বাশর ও মাওলানা জালাল উদ্দিন প্রমুখ।নেতৃবৃন্দ ঘটনাটিকে গরিব জেলেদের জীবিকার ওপর বর্বর হামলা হিসেবে উল্লেখ করে দোষীদের শাস্তির দাবি জানান। প্রসঙ্গত বেশ কয়েকদিন আগে নলুয়া ইউনিয়নস্থ নয়াখালে মাছ ধরে
জীবিকা নির্বাহ করা কয়েকজন জেলের জাল দুর্বৃত্তরা পুড়িয়ে দেয়।
সাতকানিয়ার নলুয়ায় দুর্বৃত্তরা কর্তৃক জাল পুড়িয়ে দিয়ে ক্ষতিগ্রস্ত হওয়া জেলেদের সাথে কথা বলছেন আলহাজ্ব শাহজাহান চৌধুরী।