সাবেক শিবির নেতা তৌহিদুল ইসলাম মিসবাহর আকদ সম্পন্ন: শীর্ষ নেতাদের দোয়া ও সংবর্ধনা
মোঃ খোরশেদ আলম, চট্টগ্রাম
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক তৌহিদুল ইসলাম মিসবাহর আকদ অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বর্ণাঢ্য এই আয়োজনে অংশ নিয়ে নবদম্পতিকে শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের শীর্ষ সারির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থেকে নবদম্পতির দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি কামনা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এবং কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
এছাড়াও নবদম্পতিকে অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন:
আনোয়ার আলম চৌধুরী, আমীর, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী।
নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
তানজির হাসান জুয়েল, সভাপতি, চট্টগ্রাম মহানগর ছাত্রশিবির।
আসিফ উল্লাহ আরমান, সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবির।
আসাদুল্লাহ ইসলামাবাদী, আমীর, লোহাগাড়া উপজেলা জামায়াত।
অনুষ্ঠানে স্থানীয় জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত থেকে এই আনন্দ আয়োজনে অংশ নেন।
শুভেচ্ছা বক্তব্যে অতিথিরা তৌহিদুল ইসলাম মিসবাহর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, “আল্লাহ তায়ালা যেন এই নবদম্পতিকে দ্বীনের পথে অবিচল থাকার তাওফিক দান করেন এবং তাদের জীবনকে সুখী, শান্তিময় ও বরকতময় করে তোলেন।”
আকদ অনুষ্ঠান শেষে উপস্থিত মেহমানদের নিয়ে এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়। মোনাজাতে ইসলামি সমাজ বিনির্মাণে নবদম্পতির ভূমিকা এবং তাদের পারিবারিক জীবনের স্থায়িত্ব ও বরকত কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।