সাহসী জুলাই সাংবাদিকের সম্মাননা পেয়েছেন দৈনিক কালবেলার চট্টগ্রাম ব্যুরোর ফটোসাংবাদিক মোহাম্মদ সুমন। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও ইতিবাচক ভূমিকার জন্য এ স্বীকৃতি ও সম্মাননা দিয়েছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
রোববার (৩ আগস্ট) বিকেলে তথ্য ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের হাতে সম্মাননা তুলে দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন- প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহম্মেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার নিজামূল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) ফারুক ওয়াসিফ।
মোহাম্মদ সুমন দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। বর্তমানে দৈনিক কালবেলার চট্টগ্রাম ব্যুরোতে ফটোসাংবাদিক হিসেবে কর্মরত আছেন। তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মাঠে থেকে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
মোহাম্মদ সুমন ২০২৪ এর ১৮ জুলাই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নগরীর বহদ্দারহাট মোড়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন।
মোহাম্মদ সুমন বলেন, জুলাই যোদ্ধা তালিকায় চট্টগ্রাম থেকে যাচাই-বাছাই করে তার নাম ঢাকায় পাঠানোর পর গেজেটভুক্ত করা হয়। তবে আমার গ্রামের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল হওয়ায় সেখানকার জেলা প্রশাসক ও সিভিল সার্জন গুলিবিদ্ধ হওয়ার স্থান চট্টগ্রামের বহদ্দারহাট চিনেন না জানিয়ে নাম কেটে দেন। পরবর্তীতে যোগাযোগ করলেও তাদের সাড়া পাওয়া যায়নি।
মোহাম্মদ সুমন এর আগেও বেশকিছু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। সম্প্রতি তিনি রাশিয়ার অ্যান্ড্রেই স্টেনিন আন্তর্জাতিক প্রেস ফটো প্রতিযোগিতায় খেলাধুলা বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন। এর আগে ওমান ও দুবাইয়ে ছবি প্রতিযোগিতায় বিজয়ী হন। এছাড়াও বিভিন্ন দেশের ছবি প্রদর্শনীতে তার ছবি প্রদর্শিত হয়েছে।