সাহায্যের আবেদন: জীবন বাঁচাতে প্রয়োজন দেড় লক্ষ টাকা! ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত তিন সন্তানের জননী জেসমিন আকতার

সাহায্যের আবেদন: জীবন বাঁচাতে প্রয়োজন দেড় লক্ষ টাকা! ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত তিন সন্তানের জননী জেসমিন আকতার

 খোরশেদ আলম: দক্ষিণ জেলা চট্টগ্রাম

১৫ নম্বর ছদাহ ইউনিয়ন, চট্টগ্রাম: জীবন এক কঠিন পরীক্ষার নাম। সেই পরীক্ষায় আজ অসহায় হয়ে পড়েছেন ১৫ নম্বর ছদেহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভূইয়া বাড়ির মেয়ে জেসমিন আকতার (৩০)। মাত্র ৩০ বছর বয়সে ব্রেস্ট ক্যানসারের মতো মরণব্যাধি বাসা বেঁধেছে তাঁর শরীরে। একদিকে রোগের তীব্র যন্ত্রণা, অন্যদিকে চিকিৎসার খরচ জোগানোর দুশ্চিন্তা—সব মিলিয়ে ঘোর অন্ধকারে জেসমিন আকতারের পরিবার।

তিন সন্তানের জননী জেসমিন আকতারের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজন প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার (১,৫০,০০০) টাকা। তাঁর পরিবারের পক্ষে এই বিপুল পরিমাণ অর্থ সংস্থান করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না।

যা জানা গেল:

নাম: জেসমিন আকতার

বয়স: ৩০ বছর

ঠিকানা: ভূইয়া বাড়ি, ৪ নম্বর ওয়ার্ড, ১৫ নম্বর ছদাহ ইউনিয়ন।

রোগ: ব্রেস্ট ক্যানসার (স্তন ক্যানসার)।

পরিচয়: তিন সন্তানের জননী।

প্রয়োজনীয় অর্থ: ১,৫০,০০০ টাকা।

একটি জীবন, তিনটি ভবিষ্যৎ

চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত চিকিৎসা শুরু করলে জেসমিন আকতারের সুস্থ হয়ে ওঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কিন্তু এই অর্থ যোগান দিতে না পারলে হয়তো অকালেই থেমে যেতে পারে একটি সজীব প্রাণ। সবচেয়ে কঠিন পরিস্থিতিতে পড়েছে জেসমিন আকতারের অসহায় তিন সন্তান, যাদের নির্ভরতার একমাত্র আশ্রয় তাদের মা। তাদের সামনে অনিশ্চিত ভবিষ্যতের হাতছানি।

প্রতিবেদনটি তৈরি করার সময় জেসমিনের স্বামীর নীরব কান্না আর সন্তানদের ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা চোখে ফুটে উঠেছে চরম অসহায়ত্ব।

সামর্থ্যবানদের প্রতি মানবিক আবেদন

সংকটকালীন এই মুহূর্তে সমাজের সামর্থ্যবান, হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের দিকেই তাকিয়ে আছেন জেসমিন আকতার ও তাঁর পরিবার। সামান্য আর্থিক সহায়তাও এই পরিবারটির জন্য এনে দিতে পারে নতুন দিনের আলো। আপনার হাত বাড়িয়ে দেওয়া মানবিক সাহায্যেই বেঁচে যেতে পারে একটি প্রাণ, যা রক্ষা করবে তিনটি শিশুর ভবিষ্যৎ।

বিস্তারিত এবং আর্থিক সহায়তার জন্য যোগাযোগ:

ফোন নম্বর, বিকাশ নম্বর 01858625692