সিএনজি অটোরিকশায় ফেলে যাওয়া ৮ ভরি স্বর্ণ উদ্ধার

অনলাইন ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:১২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে সিএনজি অটোরিকশায় সাইফুল ইসলাম (৩৯) নামের এক ব্যক্তির ফেলে যাওয়া ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪৮ হাজার ৯০০ টাকা উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টা ১০ মিনিটের দিকে চট্টগ্রাম পুরাতন রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সাইফুল ইসলাম (৩৯) নামের এক ব্যক্তি। তার স্ত্রীসহ পরিবারের সদস্যদের নিয়ে অজ্ঞাতনামা একটি সিএনজিতে করে তিনি চট্টগ্রাম পুরাতন রেলস্টেশন সংলগ্ন গ্রামীণমাঠ এলাকায় পৌঁছান। ভাড়া পরিশোধ করে সিএনজি থেকে নামার সময় অসাবধানতাবশত তার স্ত্রীর স্বর্ণালঙ্কার ও নগদ টাকা রাখা ব্যাগটি সিএনজিতে রেখে নেমে যান।

পরবর্তীতে বিষয়টি বুঝতে পেরে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হন সাইফুল। এরপর সাইফুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম দ্রুত পদক্ষেপ নেন।

ইনস্পেক্টর (অপারেশনস) মীর মোহাম্মদ সেলিমের নেতৃত্বে উপ পরিদর্শক বাহার মিয়া ও উপ পরিদর্শক তারেকুল ইসলামসহ একটি টিম গঠন করা হয়। দলটি থানার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সিএনজিটির রেজিস্ট্রেশন নম্বর (চট্ট-মেট্রো-থ ১২-৫২৩৪) শনাক্ত করে। পরবর্তীতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গোপন সূত্র ও প্রযুক্তির সহায়তায় চালকের অবস্থান শনাক্ত করে বাকলিয়া থানাধীন বাদিয়ারটেক এলাকায় তাকে আটক করা হয়।