সিএমপি চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চিন্তায় কৃত 14,61,670 টাকা ও ছিনতাইকৃত ব্যবহারে জিনিস উদ্ধার

*প্রেস রিলিজ*

 

সিএমপি’র চান্দগাঁও থানা পুলিশের অভিযানে ছিনতাইকৃত নগদ ১৪,৬১,৬৭০/- টাকা ও ছিনতাইকাজে ব্যবহৃত চাইনিজ কুড়াল, টিপছোরা উদ্ধারসহ ঘটনায় জড়িত ০৫ জন আসামী গ্রেফতার*

 

গত ০৯/০৯/২০২৫খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৭.৪৫ ঘটিকার সময় ঘটনাস্থল চান্দগাঁও থানাধীন জান আলী রেলস্টেশনস্থ রেলওয়ে মালিকানাধীন বাদীর রফিক স্টোর নামীয় গোডাউনের সামনে হতে আসামী মোঃ সুমন, মোঃ আলী, মোঃ রাকিব, মোঃ মাঈন উদ্দিন সহ অজ্ঞাতনামা আসামীরা একই উদ্দেশ্যে ও সহায়তায় আকষ্মিকভাবে ভীতিসন্ত্রস্থ পরিবেশ সৃষ্টি করে তাদের হাতে থাকা ধারালো চাইনিজ কুড়াল ও টিপছোরা দ্বারা ভয় দেখিয়ে বাদীর ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য বিক্রয় বাবদ একটি সাদা প্লাস্টিকের বস্তায় নগদ ১৯,৭৩,৪০০/-(উন্নিশ লক্ষ তিয়াত্তর হাজার চারশত) টাকা ও ০১টি কালোব্যাগে থাকা নগদ ৫৫,০০০/- (পঞ্চান্ন হাজার) টাকা এবং ০১টি এ্যান্ডয়েড ফোন জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায় মর্মে অভিযোগের ভিত্তিতে চান্দগাঁও থানার মামলা নং-১০, তাং-১০/০৯/২০২৫ইং, ধারা-আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন। ২০০২ এর ৪(১)/৫ রুজু করা হয়।

 

উল্লেখিত ঘটনায় অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ জাহেদুল কবির এর নেতৃত্বে এসআই (নিঃ) আজিজুল হক, এসআই (নিঃ) ইমরান ফয়সাল, এসআই (নিঃ) লোকমান হোসেন, এএসআই (নিঃ) মোঃ মমতাজ আলম, এএসআই (নিঃ) জিএম শুকরিয়া সহ চান্দগাঁও থানার আভিযানিক দল ঘটনাস্থল এলাকায় অভিযান পরিচালনাকালে ০১নং আসামি মোঃ সুমন তার হাতে থাকা চাইনিজ কুড়াল দ্বারা পুলিশ সহ লোকজনকে জখম করার আস্ফালন করে গ্রেফতার এড়ানোর চেষ্টা করে। একপর্যায়ে আভিযানিক টিম গুলি ফায়ার করে ০১নং আসামীকে নিবৃত করতঃ স্থানীয় লোকজনের সহায়তায় আসামী ১। মোঃ সুমন (৩০) ২। মোঃ আলী (৪৫)দ্বয়কে গ্রেফতার করেন। তাদের হেফাজত হতে ০১টি চাইনিজ কুড়াল ও ০১টি টিপছোরাসহ ছিনিয়ে নেওয়া টাকা হতে নগদ ১,৪২,০০০/- (একলক্ষ বিয়াল্লিশ হাজার) টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে চান্দগাঁও থানার আভিযানিক দল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে লক্ষীপুর জেলার চৌধুরীঘাট এলাকা হতে ঘটনায় জড়িত অপর আসামী ৩। মোঃ রাকিব (৩২) সহ তাহার সহযোগী আসামী ৪। মোঃ ফয়সাল (১৯) ও ৫। মোছা: কাজল আক্তার (২১) দেরকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং উক্ত আসামীর হেফাজত হতে ছিনিয়ে নেওয়া টাকা হতে আরো নগদ ১৩,১৯,৬৩০/- (তের লক্ষ উনিশ হাজার ছয়শত ত্রিশ) টাকা উদ্ধার করে।