সিএমপি’র বন্দর থানার অভিযানে ০২টি জিআর সাজা পরোয়ানাসহ পরোয়ানাভূক্ত ০৪(চার)জন আসামী গ্রেফতার

সিএমপি’র বন্দর থানার অভিযানে ০২টি জিআর সাজা পরোয়ানাসহ পরোয়ানাভূক্ত ০৪(চার)জন আসামী গ্রেফতার

বন্দর থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এএসআই/আবুল বাসার গাজী সঙ্গীয় অফিসারসহ অভিযান পরিচালনা করে অদ্য ইং ০৫/১১/২০২৫ তারিখ রাত অনুমান ০৪.১০ ঘটিকার সময় ০১(এক) বছরের জিআর সাজাপ্রাপ্ত আসামী মো: নুরুল আফসার প্রকাশ বাবলা, পিতা-মৃত নুরল হক, সাং-আনন্দবাজার আ: গফুর সওদাগর বাড়ী, থানা-বন্দর, জেলা -চট্টগ্রামকে গ্রেফতার করে। অপর আরেক অভিযানে এএসআই/জসিম উদ্দিন সঙ্গীয় অফিসারসহ অদ্য ইং ০৫/১১/২০২৫ তারিখ রাত অনুমান ০৩.১০ ঘটিকার সময় ০৫(পাঁচ) মাসের সাজাপ্রাপ্ত আসামী মোসা: আকতার বানু, স্বামী-নেজাম উদ্দিন, সাং-নিমতলা, গনি ফকিরের বাড়ী, থানা-বন্দর, জেলা -চট্টগ্রামকে গ্রেফতার করে। অন্য আরেক অভিযানে এসআই/মো: এরশাদ মিয়া সঙ্গীয় অফিসারসহ অদ্য ইং ০৫/১১/২০২৫ তারিখ রাত অনুমান ০০.৩০ ঘটিকার সময় সিআর পরোয়ানাভূক্ত আসামী মো: আরিফ, পিতা-আলমগীর, সাং-মাইজপাড়া, থানা-বন্দর, জেলা -চট্টগ্রামকে গ্রেফতার করে। এএসআই/মো: বাবুল মিয়া-১ সঙ্গীয় অফিসারসহ অভিযান পরিচালনা করে অদ্য ইং ০৫/১১/২০২৫ তারিখ রাত অনুমান ০৩.২০ ঘটিকার সময় জিআর পরোয়ানাভূক্ত আসামী মোক্তার, পিতামৃত আবুল কালাম, সাং-গোসাইলডাঙ্গা, আবুল হোসেন এর বাড়ী, থানা-বন্দর, জেলা -চট্টগ্রামকে গ্রেফতার করা হয়। উক্ত আসামীদেরকে পরোয়ানামূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।