নির্বাচনীয় আলোচনা মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়

শহিদুল ইসলাম খোকন

আজ ২৭/১০/২০২৫ রোজ সোমবার ফুটপাত হকার্স সমিতি রেজিঃ নং ১৬১৪ নির্বাচনীয় আলোচনা মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রার্থী মোঃ বেলায়েত হোসেন, সভার পরিচালনা করেন মোঃ আনোয়ার হোসেন উত্ত সভায় সঞ্চালনা করেন মোঃ ফয়সাল ভূঁইয়া মামুন, আরো উপস্থিত ছিলেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোঃ তারেক হায়দার, আরো উপস্থিত ছিলেন ফরিদ আহমেদ ,মোঃ আব্দুর রাজ্জাক বাবুল, মাসুদ আলম,মোঃ নাজির আকন, মোঃ আমির হোসেন, মোঃ রমজান, মো,শাজাহান, মোঃ কামাল, মোঃ মনির,মোঃ আক্তার হোসেন, মোঃ আলাউদ্দিন, মোঃ রিদওয়ান, মোঃ জাবেদ,মোঃ মোস্তফা, মোঃ মনির হোসেন সরকার,
আরো অনেক হকার সংগঠনের সাধারণ সদস্য ও নেতাকর্মীরা উপস্থিত থাকেন,
সভাপতি প্রার্থী বেলায়েত হোসেন সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ আনোয়ার হোসেন ও, বলেন আমাদের কোনো হকার ভাইয়ের সাথে বিরোধ নেই আমরা হকারদের ন্যায্য অধিকারের জন্য মেয়াদোত্তীর্ণ কমিটির বাতিল ঘোষণা করে অতি শীঘ্রি আহবায়ক কমিটি ও নির্বাচন চাই আরো বলেন পূর্বের কমিটির নেতৃবৃন্দরা হকারের মান উন্নয়নের এবং অগ্রাধিকারের কোনো কাজেয় করতে তারা ব্যর্থ, বিগত 17 বছরের দোশুরের ছত্রছায়ায় ফুটপাত হকার সমিতি সাধারণ হকার সদস্যগণ তাদের হাতে জিম্মি ছিলেন বর্তমানে দেশের পরিস্থিতি উন্নতি হওয়াতে সুস্থ নির্বাচনের পক্ষে সাধারণ হকার্স সদস্য গন জোর দাবি জানান,, প্রার্থীরা আরো বলেন এই সংগঠন আমরা নির্বাচিত হইলে হকারদের অধিকার ও নিরাপত্তায় সার্বিক সহযোগিতা করে যাব তিনি আরো বলেন বর্তমান কমিটির যারাই ছিলেন তারা সবই হকারদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে রাখেন,
আগামী সাত দিনের মধ্যে নির্বাচন ঘোষণা না করিলে সাধারণ হকারদের কে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকিবেন
এই দেশে বিগত 17 বছর দোসরদের মত সাধারণ হকার দের অধিকার নিয়ে খেলতে দেওয়া হবে না, পূর্বের কমিটি কোন নেতাকে, তাই হকারের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকিব
এবং নির্বাচনের কাম অগ্রগতিতে সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ