সিনেমার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভালো গল্প। পাশাপাশি ভালো নির্মাতা ও প্রোডাকশন হাউজ। সেটার জন্যই অপেক্ষায় আছি। শুরুটা যেন ভালো দিয়েই হয়। শিগগিরই সবাইকে ভালো খবর দিতে পারব বলে আশা করছি।কমার্শিয়াল সিনেমা দিয়েই বড়পর্দায় আসতে চান জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার কাছে মনে হয়, কমার্শিয়াল সিনেমায় আমাকে খুব ভালো মানাবে। এটা আমার দর্শকরাও বলছেন। একটা হলেও কমার্শিয়াল সিনেমা আমার করা উচিত। এজন্যই কমার্শিয়াল সিনেমা নিয়েই এখন ভাবছি। হয়তো শুরুটা এটা দিয়েই হবে। পরবর্তীতে অন্য কিছু করব। এখনো জানি না কী হতে যাচ্ছে।’
কাজের ক্ষেত্রে গল্প বাছাইয়ে বিশেষ প্রধান্য দেন অভিনেত্রী। একের পর এক ভিন্নধর্মী গল্পেই এখন দেখা মিলছে তার। সেই প্রসঙ্গে তিশা বলেন, ‘আমার কাছে নারীপ্রধান চরিত্র বেশি ভালো লাগে। সেজন্য নারীপ্রধান গল্পগুলোকে প্রধান্য দিই। আগামীতেও এমন কিছু নিয়েই পরিকল্পনা রয়েছে। হয়তো আবারও নারীপ্রধান কোনো গল্পেই দর্শক আমাকে দেখবেন। সেটা নাটক, ওয়েব অথবা সিনেমাও হতে পারে।’
ক্যারিয়ারে এক দশক পার করেছেন তিশা। দীর্ঘ এ জার্নি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘লম্বা সময় ধরেই
অভিনয়ে নিজেকে যুক্ত রেখেছি, এটা সত্যিই আমার কাছে অনেক বড় পাওয়া। আর তার ক্রেডিট দিতে চাই দর্শকদের। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। দর্শক ভালোবেসেছেন বলেই এতদূর আসা। আমার এ পথচলাটা মোটেও মসৃণ ছিল না। অনেকেই অভিনয় শিখে আসেন। থিয়েটার থেকে হাতেখড়ি নেন অভিনয়ে। সেদিক থেকে অন্যদের মতো কাজ শিখে আসা শিল্পী আমি নই। ফলে ডিমোটিভেশনের মুখেও পড়তে হয়েছিল আমাকে। তবে অভিনয়ের প্রতি আমার দুর্বলতা ছিল। তাই অনেক উত্থান পতনের মধ্য দিয়েও নিজের চেষ্টা চালিয়ে গিয়েছি। দর্শকদের ভালোবাসার জন্যই সংগ্রামটা করেছি। দশ বছর ধরেই নিজের সেরাটা দিয়ে কাজ করে যাচ্ছি।’
বিনোদন অঙ্গনে তানজিন তিশার শুরুটা নাচের মাধ্যমে। ছোটবেলা থেকেই ছিল নাচের প্রতি ঝোঁক। নাচের ঝংকার তুলে বিনোদন অঙ্গনে পা রাখেন তিনি। ২০১১ সালে শুরু করেন মডেলিং। রূপ, লাবণ্য আর গ্ল্যামার লুকের জন্য সবার মধ্যে দ্রুত পরিচিত হতে থাকেন তিশা। প্রথম অভিনয় করেছেন ২০১৪ সালে। রেদওয়ান রনি পরিচালিত ‘ইউটার্ন’ নামের একটি নাটকে প্রথম অভিনয়ে অভিষেক। শুরুতেই বেশ প্রশংসিত হয়েছেন তিনি। কয়েক বছর পর ধীরে ধীরে নিজের অভিনয়দক্ষতায় দেখিয়ে সবার কাছে জনপ্রিয়তা পেতে থাকেন তিশা। ১০ বছরে অসংখ্য দর্শকনন্দিত নাটকে অভিনয় করেছেন তিনি।
 
বড় পর্দায় আমার কাজ করা উচিত : তিশা
কাজের ক্ষেত্রে গল্প বাছাইয়ে বিশেষ প্রধান্য দেন অভিনেত্রী। একের পর এক ভিন্নধর্মী গল্পেই এখন দেখা মিলছে তার। সেই প্রসঙ্গে তিশা বলেন, ‘আমার কাছে নারীপ্রধান চরিত্র বেশি ভালো লাগে। সেজন্য নারীপ্রধান গল্পগুলোকে প্রধান্য দিই। আগামীতেও এমন কিছু নিয়েই পরিকল্পনা রয়েছে। হয়তো আবারও নারীপ্রধান কোনো গল্পেই দর্শক আমাকে দেখবেন। সেটা নাটক, ওয়েব অথবা সিনেমাও হতে পারে।’
ক্যারিয়ারে এক দশক পার করেছেন তিশা। দীর্ঘ এ জার্নি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘লম্বা সময় ধরেই
অভিনয়ে নিজেকে যুক্ত রেখেছি, এটা সত্যিই আমার কাছে অনেক বড় পাওয়া। আর তার ক্রেডিট দিতে চাই দর্শকদের। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। দর্শক ভালোবেসেছেন বলেই এতদূর আসা। আমার এ পথচলাটা মোটেও মসৃণ ছিল না। অনেকেই অভিনয় শিখে আসেন। থিয়েটার থেকে হাতেখড়ি নেন অভিনয়ে। সেদিক থেকে অন্যদের মতো কাজ শিখে আসা শিল্পী আমি নই। ফলে ডিমোটিভেশনের মুখেও পড়তে হয়েছিল আমাকে। তবে অভিনয়ের প্রতি আমার দুর্বলতা ছিল। তাই অনেক উত্থান পতনের মধ্য দিয়েও নিজের চেষ্টা চালিয়ে গিয়েছি। দর্শকদের ভালোবাসার জন্যই সংগ্রামটা করেছি। দশ বছর ধরেই নিজের সেরাটা দিয়ে কাজ করে যাচ্ছি।’
বিনোদন অঙ্গনে তানজিন তিশার শুরুটা নাচের মাধ্যমে। ছোটবেলা থেকেই ছিল নাচের প্রতি ঝোঁক। নাচের ঝংকার তুলে বিনোদন অঙ্গনে পা রাখেন তিনি। ২০১১ সালে শুরু করেন মডেলিং। রূপ, লাবণ্য আর গ্ল্যামার লুকের জন্য সবার মধ্যে দ্রুত পরিচিত হতে থাকেন তিশা। প্রথম অভিনয় করেছেন ২০১৪ সালে। রেদওয়ান রনি পরিচালিত ‘ইউটার্ন’ নামের একটি নাটকে প্রথম অভিনয়ে অভিষেক। শুরুতেই বেশ প্রশংসিত হয়েছেন তিনি। কয়েক বছর পর ধীরে ধীরে নিজের অভিনয়দক্ষতায় দেখিয়ে সবার কাছে জনপ্রিয়তা পেতে থাকেন তিশা। ১০ বছরে অসংখ্য দর্শকনন্দিত নাটকে অভিনয় করেছেন তিনি।
২০ জেলায় বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা
৯ বিদেশি নাগরিকসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাংবাদিকের ওপর পুলিশি হামলার কোন বিচার হয়নি তিন সপ্তাহেও
চট্টগ্রাম থেকে অপহরণের ৬ বছর পর ফেনীতে মিলল কাস্টমস কর্মকর্তার লাশ
গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে মীরসরাই পৌরসভায় বৃক্ষ রোপণ ও চারা বিতরণ
কর্ণফুলীতে মুখোশ পরে ভূমি অফিসে চুরি, নিয়ে গেল কম্পিউটার